নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
সেবা বান্ধব স্বাস্থ্য কেন্দ্র বড়াইগ্রাম হাসপাতাল। বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামানের দিক নির্দেশনায় হাসপাতালে আগত রোগীদের সেবা, বহির্বিভাগে যথাযথ সেবা ও শতভাগ ওষুধ প্রদান, ভর্তি থাকা রোগীদের জন্য স্বাস্থ্য সম্মত ও উন্নত মানের খাবার ও পরিচর্যা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সিসিটিভির মাধ্যমে চিকিৎসক-সেবিকা ও কর্মচারীদের সার্বক্ষণিক নজরদারীতে রাখাসহ হাসপাতালের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
দীর্ঘদিন পর বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালের ডক্টরস কোয়ার্টারে বসবাস করছেন। এখানে থেকে তিনি সার্বক্ষণিক চিকিৎসক-সেবিকারা যথাযথ চিকিৎসা সেবা দিচ্ছেন কিনা, হাসপাতালে আগত রোগীরা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা সেটি তদারকি করছেন। বর্তমানে হাসপাতালে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারী করা হচ্ছে। শিশুদের জন্য পুষ্টি কর্ণারসহ আইএমসিআই এবং গর্ভবতী মায়েদের জন্য এএনসি চালু আছে। তাছাড়া ৫০ শয্যা হাসপাতালটি এখনও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ৩১ শয্যার জনবল দিয়েই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তিনি স্বল্প সংখ্যক জনবল দিয়েই সুন্দরভাবে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি যোগদানের পর স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সহযোগিতায় ১৫ বেডের অক্সিজেন প্লান্ট চালু করেছেন। করোনা মহামারীতে তিনি নিরলসভাবে করোনা আক্রান্ত রোগীরা যেন যথাযথ চিকিৎসা সেবা পান সেটি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তার সৃষ্টিশীল পরিকল্পনায় প্রতিদিন সুশৃঙ্খলভাবে বিপুল সংখ্যক মানুষ করোনার নমুনা পরীক্ষা করাতে পেরেছেন। তাছাড়া করোনার টিকা প্রদানের ক্ষেত্রেও তার নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ দারুণ সফলতার পরিচয় দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান বলেন, হাসপাতালে সর্বোত্তম চিকিৎসা সেবা দেয়ার জন্য সবাইকে নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশা করি, স্থানীয় লোকজন যদি সহযোগিতা করেন তাহলে এটিকে একটি মডেল হাসপাতালে পরিণত করতে পারবো।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …