নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

নাটোরে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর সোমবার বিকেল চারটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র মুক্তির দাবিতে এবং সারাদেশে বিভিন্ন মন্দির ও মঠ সমূহে ভাংচুর এবং হামলাকারীদের বিচারের দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুশান্ত কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক সুব্রত কুমার সরকার প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে গৌরাঙ্গ চন্দ্র দে’র মুক্তির দাবি জানান। সেইসঙ্গে সারাদেশে যেখানে মন্দির এবং মঠ এ হামলা ভাঙচুর করা হয়েছে তার সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে খরিপ-২ মৌসুমে বিনামূল্যে বীজ ও সার পেলো ১৬৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

নিজস্ব প্রতিবেদক:নন্দীগ্রাম (বগুড়া) ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ …