নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে পূবালী ব্যাংকের যাত্রা শুরু

গুরুদাসপুরে পূবালী ব্যাংকের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ফ্রি অনলাইন ব্যাংকিং সেবাসহ আধুনিক ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল পূবালী ব্যাংক লিমিটেডের চাঁচকৈড় উপশাখা। বাণিজ্যিক শহর চাঁচকৈড় রসুন হাটা সরকার প্লাজায় উপশাখাটির কার্যক্রম চলবে।

রবিবার বেলা ১১টার দিকে ফিতা কেটে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান রফিকুল ইসলাম। এ উপলক্ষে নাটোর শাখার ব্যবস্থাপক মো. আমীরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক দেওয়ান মো. মশিউর রহমান। এছাড়াও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশান নাটোরের পরিচালক আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী সামছুল হক শেখ, সরদার নাজিমুদ্দীন, হাজী নবিরুদ্দীন মৃধা, হাজী আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপশাখা প্রধান মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে খরিপ-২ মৌসুমে বিনামূল্যে বীজ ও সার পেলো ১৬৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

নিজস্ব প্রতিবেদক:নন্দীগ্রাম (বগুড়া) ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ …