নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীর রেলগেট সংলগ্ন পাতিবিল থেকে মানসিক ভারসাম্যহীন মুনসুর (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বাড়ি ময়মনসিংহ জেলায়।

এলাকাবাসী জানান, আজ সকালে পাতিবিল এলাকার একটি পুকুরে অজ্ঞাতনামা লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, নিহত ওই ব্যক্তিকে রেলগেট ও  বাস টার্মিনাল এলাকায় ভিক্ষা করতে দেখেছেন। মানসিক ভারসাম্যহীন হয়তো কিছুটা ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

আরও দেখুন

নাটোরে চামড়া ব্যবসায়ী এবং অংশী জনের সাথে জেলা প্রশাসন এর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: কাঁচা চামড়ার সংরণক্ষণ,ক্রয় বিক্রয় ও পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে চামড়া ব্যবসায়ী ও …