রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ

নলডাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:

নাটোরের নলডাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের প্রেক্ষিতে তার সুপারিশের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ব্রহ্মপুর ইউনিয়নের ৬ জনের মধ্যে ২ লক্ষ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করেন তিনি।

রবিবার বেলা এগারোটার দিকে ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এই অনুদান তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু প্রমুখ।

এসময় সংসদ সদস্য রত্না আহমেদ জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী মা। তার শাসন আমলে বাংলাদেশের কোন মানুষ দুর্ভোগ পোহাবে না। মানবকল্যাণে তিনি সর্বদা প্রস্তুত। তাঁর আদেশ নির্দেশ আমাদের পাথেয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …