শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ৪৯৩ উপজেলায় বিসিক-ঐক্য ডিজিটাল সেলস সেন্টার

৪৯৩ উপজেলায় বিসিক-ঐক্য ডিজিটাল সেলস সেন্টার

নিউজ ডেস্ক:
দেশের ৪৯৩ উপজেলায় ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপন করা হচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশনের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।\হগতকাল বৃহস্পতিবার বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, বিসিকের সচিব মফিদুল ইসলাম এবং ঐক্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অপু মাহফুজ ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।\হএ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশীয় পণ্যসামগ্রী সরাসরি ও ডিজিটাল মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় উপস্থাপন এবং বিক্রির মাধ্যমে উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতির জন্যও এটি সহায়ক হবে।\হবিসিক চেয়ারম্যান মোশতাক হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) শাহীন আকতার রেনী।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …