শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আর্টক্যাম্প উদ্বোধন : ‘শেখ হাসিনা বিশ্বজয়ী নন্দিত নেতা’

আর্টক্যাম্প উদ্বোধন : ‘শেখ হাসিনা বিশ্বজয়ী নন্দিত নেতা’

নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ নারী শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছে ‘শেখ হাসিনা : বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক আর্টক্যাম্প। গতকাল বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় দুদিনব্যাপী এ আর্টক্যাম্পের উদ্বোধন করা হয়।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় আর্টক্যাম্পে অংশ নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় নারী শিল্পীরা। তাদের মধ্যে শিল্পী ফরিদা জামান, নাইমা হক, রোকেয়া সুলতানা, কুহু প্লামনডন, কনক চাঁপা চাকমা, আইভি জামান, ফারজানা আহমেদ শান্তা, সীমা ইসলাম, জয়া শাহরীন হক, সৈয়দা মাহবুবা করিম (মিনি করিম) অন্যতম। এছাড়া দুদিনব্যাপী এ আর্টক্যাম্পের চিত্রকর্ম নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে একাডেমির জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …