নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অপরাধে আকতার হোসেন (৪৫) নামে সিংড়ার এক বিএনপি নেতাকে ৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। তথ্য প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭ ধারায় আসামী আকতার দোষী সাবস্ত হলে সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস সাজাভোগের আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় হাজির ছিলেন বলে জানিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমতারা। দন্ডপ্রাপ্ত আকতার হোসেন নাটোরের সিংড়া উপজেলার শেরকোল রানীনগর গ্রামের বাসিন্দা এবং শেরকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বরের রাতে আকতার হোসেন তার নিজ ফেসবুক ওয়ালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিকৃত ছবি পোস্ট করেন। এতে তিনি আপত্তিকর কথাবার্তা লেখেন। বিষয়টি সাক্ষী আল আমিনের চোখে পড়ে। পরবর্তীতে এ ঘটনায় পরদিন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোখলেসুর রহমান সিংড়া থানায় মামলা করেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ গ্রহনে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হলে বিচারক আসামি আকতার হোসেনকে উল্লেখিত সাজার আদেশ দেন।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …