নিজস্ব প্রতিবেদক:
১৫ দফা দাবীতে সারা দেশে ডাকা ৭২ ঘন্টার পণ্যবাহী গাড়ীর (ট্রাক,ট্যাংকলরী ও কভার্ড ভ্যান)কর্মবিরতি নাটোরেও শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে জেলায় এই কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতি চলাকালীন সময়ে নাটোর থেকে কোন পণ্য পরিবহন গাড়ী ছেড়ে যায়নি। এছাড়াও জেলার কোন সড়কেই কোন গাড়ী চলাচল করতে দেখা যায়নি।
ট্রাক,ট্যাংকলরী ও কভার্ড ভ্যান মালিক সমিতির নাটোর জেলা শাখার সভাপতি আনিসুর রহমান জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত পালন করতে অন্য জেলার সাথে নাটোর জেলাও সম্মতি দিয়েছে। এর ফলে আজ থেকে শুরু হওয়া ৭২ ঘন্টার কর্মবিরতি তারা যথাযথ ভাবে পালন করবেন। তারা নিজেরাও কোন পন্য পরিবহন করবেন না অন্য কোন জেলা থেকে কোন ধরনের পন্যবাহী গাড়ী তাারা চলাচল করতেও দিবেন না। তবে সকালে কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে।
এ ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে হঠাৎ করে এই কর্ম বিরতি ডাকায় তারা পণ্য নামিয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। এজন্যই কিছু ট্রাক রাস্তায় চলাচল করতে দেখা গেছে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …