নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার ( ১৯ সেপ্টেম্বর) সকালে টিকা গ্রহণ করতে আসা ব্যক্তির ডিসকভার ১৫০সিসি গাড়ি চুরি হয়ে যায়।
ওই গাড়ির স্বত্বাধিকারী শাহিনুর রহমান চান জানান, আজ সকালে আনুমানিক ৯.৩০মিনিটে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এল এ ১১০৫ ৭৩ নিয়ে টিকা গ্রহণ করতে আসেন। মোটরসাইকেল হাসপাতালের প্রধান ফটকের সামনে রেখে টিকা গ্রহণ করতে যান। টিকা গ্রহণ করে এসে তিনি তার মোটরসাইকেল দেখতে পান না। পরে অনেক খুজাখুজির পর না পেয়ে নলডাঙ্গা থানাকে অবহিত করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি তালাবদ্ধ না থাকায় সহজেই কেউ এটি চুরি করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরা দেখে চোর শনাক্তের কাজ শুরু হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …