সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে জেলা ছাত্রসমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বড়াইগ্রামে জেলা ছাত্রসমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জাতীয় ছাত্র সমাজের নাটোর জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বনপাড়া এলাকার জাতীয় ছাত্রসমাজের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক আলাউদ্দিন মৃধা উপস্থিত ছিলেন।

উপজেলার বনপাড়া এলাকার মোল্লা কমিউনিটি সেন্টারে বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স এর সভাপতিত্বে সদস্য সচিব জাকারিয়া ইসলাম তনুর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েল। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, প্রধান বক্তা হিসেবে ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম প্রমূখ।

মারুফ ইসলাম তালুকদার প্রিন্স বলেন, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সালমান হোসাইনকে সভাপতি গুরুদাসপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মাহমুদুল হক মৌসুমকে সম্পাদক ঘোষণা করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …