নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় মদনমোহন ব্র‏হ্মচারীর ৩১ তম মহাপ্রয়াণ দিবস পালিত

দুপচাঁচিয়ায় মদনমোহন ব্র‏হ্মচারীর ৩১ তম মহাপ্রয়াণ দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়া মহাশ্মশ্বান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরের প্রতিষ্ঠাতা ও সেবায়েত মদনমোহন ব্র‏হ্মচারীর ৩১তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১লা আশ্বিন) ১৮ই সেপ্টেম্বর দুপচাঁচিয়া মহাশ্মশ্বান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরের প্রতিষ্ঠাতা ও সেবায়েত মদনমোহন ব্রহ্মচারীর ৩১তম তিরধান দিবস উপলক্ষে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পযর্ন্ত পদাবলী কীর্তন ও গীতাপাঠ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে এলাকার সকল ভক্তবৃন্দরা সামাজিক দূরত্ব বজায় রেখে মদনমোহন ব্র‏হ্মচারীর স্মরণে ধর্মীয় নাম কীর্তন শ্রবণ করেন। এরপর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এই অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সভাপতি বাবু দ্বীজেন্দ্রনাথ বসাক (মন্টু) সহ মহাশ্মশ্বান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ।

আরও দেখুন

ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালানোয় নাটোরে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক: ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালানোয় নাটোরে ট্রাক চাপায় মোঃ রিয়াদ রায়হান (২২) …