বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় গৃহবধু হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন

বাগাতিপাড়ায় গৃহবধু হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধু পিংকি বেগম হত্যার ঘটনার সুষ্ঠ তদন্ত ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে বাজিতপুর স্কুল মোড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, নিহত পিংকির বাবা আবুল কালাম আজাদ, জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজেদুর রহমান, মীরা বেগম, তরুণ সংগঠনের সভাপতি রাজিবুল ইসলাম সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর উপজেলার রহিমানপুর এলাকার স্বামীর বাড়ি থেকে তিন মাসের অন্তঃসত্বা পিংকি বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পরে হত্যা মামলা দায়ের হলে পিংকির স্বামী পুলিশ সদস্য মাসুম আলীকে গ্রেফতার করে পুলিশ । কিন্তু আসামীরা প্রভাবশালী হওয়ায় তারা মামলা তুলে নিতে নানা ভয়ভীতি দেখাচ্ছে।

ঘটনার সুষ্ঠ তদন্ত করে দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার জানান করেন বক্তারা। অভিযুক্ত মাসুম আলী জয়পুরহাটের কালাই থানার গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …