নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনার সংক্রমণ আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ জন। এই ২জনই নাটোর সদর উপজেলার। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ শতাংশ। গতকাল এই হার ছিল ১০.৬৭ শতাংশ। এনিয়ে জেলায় ৩০৭৪৭ জনের নমুনা পরীক্ষা করে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮২৮৭ জন। তবে গত কয়েকদিন পর জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১৭১ জন।
আজ ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১০ জন। আপাত দৃষ্টিতে নমুনা পরীক্ষা কমে যাওয়ায় শনাক্ত কমেছে বলে জানান সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …