রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুরের আশুরার বিলে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের আশুরার বিলে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হিলি
দিনাজপুরের নবাবগঞ্জের পর্যটন কেন্দ্র আশুরার বিলে নৌকা ভ্রমনের সময় পানিতে ডুবে দিনাজপুর মাহিলা কলেজের এক ছাত্রী এবং হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ মোট তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলো-দিনাজপুর মাহিলা কলেজের শিক্ষার্থী ফারিয়া মৌমী (২৩), হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসফাক দিপ্ত (২৫) ও রাফি আহম্মেদ (২৪)।

স্থানীয়রা জানায়, আজ শনিবার বিকেলে ৫জন শিক্ষার্থী নৌকা ভাড়া নিয়ে আশুরার বিলে নৌকা ভ্রমন করছিলো। এসময় হঠাত করে নৌকাটি পানিতে উল্টে ডুবে যায়। মাহফুজ ও মনোয়ার হোসেন নামের দুই শিক্ষার্থী সাঁতার কেটে পানি থেকে উঠে এলেও সাথে থাকা অপর তিন শিক্ষার্থী পানিতে ডুবে মারা যায়।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …