বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা

বড়াইগ্রাম পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবাহ ও স্যানিটেশন প্রকল্প বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে শহর সমন্বয় কমিটি’র (টিএলসিসি) সদস্যরা এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় পৌর সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাটোরের নির্বাহী প্রকৌশলী আলমগীর কবীর।

এছাড়াও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, পানি ও স্যানিটেশন প্রকল্পের রাজশাহী জোনের ক্লাষ্টার কো-অর্ডিনেটর আবু সাঈদ, সোস্যাল ডেভেলপম্যান্ট স্পেশালিষ্ট আসাদুল্লাহ সাদাত, পৌরসভার সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, প্যানেল মেয়র ফজলুল হক ফজের বক্তব্য রাখেন। কর্মশালায় পৌর এলাকায় পানি সরবরাহ ও গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …