মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনার সংক্রমণ হার কমেছে- মৃত্যু নেই

নাটোরে করোনার সংক্রমণ হার কমেছে- মৃত্যু নেই


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনার সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৫ জন। এই ৫ জনের মধ্যে ২জন নাটোর সদর উপজেলার, ২জন বড়াইগ্রাম উপজেলার এবং ১ গুরুদাসপুরের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬.২৫ শতাংশ। গতকাল এই হার ছিল ১৬.৬৭ শতাংশ। এনিয়ে জেলায় ৩০৬১৫জনের নমুনা পরীক্ষা করে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮২৪৭ জন। তবে গত কয়েকদিন পর জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১৭১ জন।

আজ ১৫ সেপ্টেম্বর বুধবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১২ জন।

আরও দেখুন

জুলাই বিপ্লবের খুনী হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে- মঞ্জরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে …