নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের সুবিধা বঞ্চিত মানুষ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত নম্বরে মানবিক খাদ্য সহায়তার জন্য ফোন করায় ৮০টি পরিববারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সোমবার (১৩ আগস্ট) দুপুরে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উক্ত সহায়তা কার্যক্রম পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, সয়াবিন তৈল, ও আলু।
উপজেলা পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বনপাড়া পৌর মেয়র প্রার্থী আব্দুস সোবাহান প্রামানিক, নগর ইউপি আওয়ামী যুবলীগ সভাপতি জুলফিকার আলী মিঠু, যুবলীগ নেতা মিঠু দেওয়ান, রুবেল আহমেদ প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, মানবিক খাদ্য সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ দেয়া হয়েছে। এখানে যারা ত্রাণ সহায়তার জন্য আমার ব্যক্তিগত (০১৭১১-৩১৪৭৭৩) নম্বরে ফোন করছেন সেই সকল কলারদের সনাক্ত করে মানবিক খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
তিনি আরোও বলেন, বরাবরের মত সকল সংকটে মাননীয় প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে রয়েছে। করোনার ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে যথাযথ স্বাস্থ্য মেনে চলার আহ্বান জানান।
আরও দেখুন
নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। …