নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে পোনা মাছ শিকার করার সময় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলার হালতি বিলে অভিযান পরিচালনা করে এ জালগুলো জব্দ করেন। ৪০ হাজার মিটার কারেন্ট জালের অনুমানিক মূল্য এক লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান।
এসময় নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, রোববার সন্ধ্যায় উপজেলার হালতি বিলে অবৈধভাবে মাছ শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ কারেন্ট জাল দিয়ে পোনা মাছ শিকার করার সময় বিভিন্ন স্থান হতে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে জব্দ করা হয়। পরে পাটুল ঘাটে জব্দকৃত লক্ষাধিক টাকার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …