শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার

নাটোরের গুরুদাসপুরে খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
দীর্ঘ ১৮মাস পর স্বাস্থ্যবিধির সকল নির্দেশনা মেনে নাটোরের গুরুদাসপুরে খুলেছে সকল স্কুল-কলেজের দ্বার। দীর্ঘদিন পর হলেও আসতে পেরে আনন্দে উচ্ছাস প্রকাশ করেছে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অপরদিকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাস্ক বিতরণ, ফুল দিয়ে বরণ,হাত ধোয়া ও তাপমান যন্ত্র দিয়ে শরীরের তাপমাত্রা দেখার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় সরকারি কলেজসহ ৫টি কলেজ , সরকারিসহ ৩১টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কারিগরি কলেজ ৮টি, সিনিয়রসহ দাখিল মাদ্রাসা ১৩টি ও সরকারি টেকনিক্যাল স্কুল রয়েছে ১টি। অপরদিকে প্রাথমিক পর্যায়ে রয়েছে ৯০টি প্রাইমারি স্কুল।

রবিবার(১২সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধির সকল নির্দেশনা অনুসরন করে চলছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের আশপাশ, অফিসকক্ষ ওশ্রেণিকক্ষগুলো করা হয়েছে জীবাণুমুক্ত। রাখা হয়েছে হ্যান্ড স্যানিট্রাইজেশন ব্যবস্থা। শ্রেণিকক্ষে শিক্ষক ও প্রতিটি শিক্ষার্থীদের মুখে মাস্ক ও প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে ক্লাশ। ক্লাশ চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে আইসোলেশনে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা।

উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্বাস্থ্যবিধির ১১ দফা নির্দেশনা অনুসরণ করা চেষ্টা করা হয়েছে। প্রথমদিনে শিক্ষার্থীর উপস্থিতির পরিমাণ কম হলেও সকল শিক্ষার্থীর অভিভাবকদের অবগত করা হয়েছে। আশা করছি, অল্পদিনের মধ্যে ৭০ থেকে ৮০শতাংশ শিক্ষার্থী উপস্থিতি হবে।

দীর্ঘদিন পর হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ.ম জাহাঙ্গীর আলম জানান, স্বাস্থ্যবিধির সকল নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সকল শিক্ষককে। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নেওয়া হয়েছে নানা প্রদক্ষেপ।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তমাল হোসেন জানান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে স্বাস্থ্যবিধির সকল নির্দেশনার মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …