সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আজ ভূমি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ ভূমি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
ভূমিসংক্রান্ত সেবা সহজ করতে সব দপ্তর এক ছাদের নিচে আসছে। এ জন্য ৩ লাখ ৩২ হাজার বর্গফুট আয়তনের দুটি বেইজমেন্টসহ ১৩তলা একটি ভবনের নির্মাণকাজ শেষ করেছে গণপূর্ত অধিদপ্তর। এ ভবনে ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড, ভূমি রেকর্ড ও আপিল বোর্ড, ব্যাংক ও ডিসপ্লে সেন্টার, কোর্ট অব ওয়ার্ডসসহ সংশ্লিষ্ট ভূমি সার্কেল অফিসও থাকছে। আজ বুধবার রাজধানীর তেজগাঁও এলাকায় নবনির্মিত এ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবেন। ওসমানী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রণালয়ের সেবাদানকারী সব দপ্তর ও সংস্থাকে একই ছাদের নিচে এনে জনগণকে ওয়ানস্টপ সার্ভিস দেওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের এমন নির্দেশনার পর ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তর ও সংস্থাগুলোকে একসঙ্গে আনতে ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রায় ১৮৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প শুরু হয় ২০১৫ সালের ১ জুলাই। দুটি বেজমেন্টসহ মোট ১৩তলা হচ্ছে ভবনটি। এ ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, বঙ্গবন্ধু কর্নার ও কর্মজীবী মায়েদের সুবিধায় একটি ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ে এই নির্মাণকাজ গণপূর্ত অধিদপ্তর ডিপোজিট ওয়ার্ক হিসেবে করেছে। ১৩তলা এ ভবনে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টসহ অত্যাধুনিক সুবিধা রয়েছে। ভবনটি দাপ্তরিক কাজ পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।’

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …