নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ার চৌগ্রাম বাজার, জামতলী নিচা বাজার ও পাকুড়িয়া বাজার অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করায় ৬ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল 8 সেপ্টেম্বর বুধবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার সহ অন্যান্য যন্ত্র জব্দ করা হয়।
র্যাবের নাটোর অফিসের ক্যাম্প কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল গতকাল বুধবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত সিংড়া উপজেলার চৌগ্রাম এবং জামতলি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি সিপিইউ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার বড়চৌগ্ৰাম এলাকার শামসুল ইসলামের ছেলে রুবেল (২৪), আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম (৩০), রফিকুল ইসলামের ছেলে মোঃ জুয়েল (২৪), আবুল কাশেমের ছেলে শাহ্ সুফি শুভ (২৪), পাকুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং মৃত গোপাল ঠাকুরের ছেলে রঞ্জন ঠাকুর (২৮)।
ক্যাম্প কমান্ডার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিল। পরে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।