নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে আজ করোনা শনাক্ত ১, মৃত্যু নেই

নাটোরে আজ করোনা শনাক্ত ১, মৃত্যু নেই


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ জন। ৬৪ জলের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৫৬ শতাংশ। তবে আশার কথা হলো এই সময়ে নতুন করে মৃত্যু নেই। মৃতের সংখ্যা আগে যা ছিল তাই ১৭০ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৮১৮৫ জন। নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১২ জন রোগী। আজ ৮ সেপ্টেম্বর বুধবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

তবে এ সময় মানুষের ভেতরে স্বাস্থ্যবিধি না মানা প্রবণতা দেখা গেছে। গ্রামেগঞ্জে মাস্ক ব্যবহার একেবারেই নেই। সেই সঙ্গে শহরেও ৫০ শতাংশ মানুষ মাস্ক পড়া ছেড়ে দিয়েছে বলে জানান সচেতন মহল।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন উদাসীনতার ফলাফল আবারো ভয়াবহ হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত সংক্রমণ কমে গেলেও মাস্ক ব্যবহার অব্যাহত রাখতেই হবে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …