রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে ডোবা থেকে শিশু রিজভীর লাশ উদ্ধার

ঈশ্বরদীতে ডোবা থেকে শিশু রিজভীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে নিখোঁজের এক দিন পর বাড়ীর পাশের ডোবা থেকে রিজভী নামের দুই বছরের শিশুর লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী শহরের বেনারশি পল্লী এলাকা থেকে শিশুটি নিখোঁজ হন। নিখোঁজের পর শিশুটির বাবা হোসেন বিন পাশা এবং এলাকার অনেকেই খোঁজাখুজি করে শিশুটির খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করেন। শুক্রবার সকালে এলাকাবাসী শিশুটির মৃতদেহ ডোবায় ভাসতে দেখে বিষয়টি পরিবার এবং পুলিশকে খবর দেন। থানা পুলিশের একটি দল দুপুর ১২টার দিকে বাড়ির অদুরের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, বেনারশি পল্লী এলাকা থেকে রিজভী নামের এক শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনা পানিতে ডুবে মৃত্যু হিসেবেই মনে হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …