বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় ৫০০ দুস্থ পরিবারে খাদ্য সহায়তা দিলেন শিল্প সচিব

সিংড়ায় ৫০০ দুস্থ পরিবারে খাদ্য সহায়তা দিলেন শিল্প সচিব

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় মুজিব শতবর্ষ উপলক্ষে৫০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম উপস্থিত হয়ে এসব খাদ্য সামগ্রী দুস্থদের মাঝে তুলে দেন। 

সিংড়া উপজেলার নিমাকদমা, ও হাতিয়ান্দহ বাজারে এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রান-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনিরুল ইসলাম মনির বলেন, এসব খাদ্য সহায়তা ঢাকায় বিতরণের কথা ছিল। কিন্তু শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা মহোদয়ের একান্ত প্রচেষ্টায় নাটোরের সিংড়ায় এসব সামগ্রী বিতরণ করা হলো।

ইউএনও সামিরুল ইসলাম বলেন, সচিব মহোদয়ের এসব খাদ্যসামগ্রী সিংড়া উপজেলার দুস্থদের খুব উপকারে লাগবে। তিনি এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রক্রিয়া চলমান রাখার কথা বলেন। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক কর্মকর্তা মাসুদ পারভেজ রেন্টু, খন্দকার ইমরান আলী, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …