রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতা’র চেক ছাড়

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতা’র চেক ছাড়

নিউজ ডেস্ক:
সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পাবেন। ইতোমধ্যে সরকারি অংশের ৮টি চেক ছাড় করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়। ৮টি চেকের মাধ্যমে এ অর্থ পাঠানো হয়েছে নির্ধারিত ব্যাংকে। আগামী ০৭ সেপ্টেম্বর  পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্টের  বেতনের সরকারি অংশের চেকগুলো ছাড় করা হয়েছে।

আরও দেখুন

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …