সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর মাস্ক আওয়ামী লীগ সভাপতির মুখে

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর মাস্ক আওয়ামী লীগ সভাপতির মুখে

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর মাস্ক আওয়ামী লীগ সভাপতির মুখে। এমন ছবি আজ ১ সেপ্টেম্বর বুধবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বাগাতিপাড়া পৌরসভা ৬ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের মুখে মাস্ক পরিয়ে দিচ্ছেন পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

এই বিষয়টা নিয়ে উপজেলায় মানুষের মুখে মুখে আলোচনা-সমালোচনা চলছে। আওয়ামী লীগের অনেক কর্মী বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এমন ঘটনা বিস্ময়কর।

এ ব্যাপারে আবুবকর সিদ্দিক কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমি দোকানে বসে ছিলাম হঠাৎ করেই মাইনুল চার-পাঁচজন ছেলেপেলে নিয়ে এসে জোর করে আমার মুখে মাস্ক পরিয়ে দেয়। মাস্ক পরিয়ে দেওয়ার সময় মইনুলের সঙ্গে থাকা ছেলেপেলে আমার দুই হাত ধরেছিল। মাস্ক পরানোর পর এই তারা আমার ছবি উঠায়। আমি মাইনুল কে বলেছি, তোরা এটা ঠিক করলি না আমি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ ব্যাপারে মাইনুল ইসলাম কে ফোন করা হলে তিনি তার ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …