শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ৬ ধানসহ নতুন ১১ জাতের ফসল চাষের অনুমোদন

৬ ধানসহ নতুন ১১ জাতের ফসল চাষের অনুমোদন

নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু ধান-১০০ সহ ধানের মোট ৬টি নতুন জাত, গমের দুটি, একটি পাট ও দুই জাতের আখ চাষের অনুমোদন দিয়েছে সরকার।

জাতীয় বীজ বোর্ডের (এনএসবি) ১০২ থেকে ১০৫তম সভায় অনুমোদনের পর ধান, গম, পাট ও আখের এই জাতগুলো ছাড় করে গত ২৩ আগস্ট কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২৫ আগস্ট প্রজ্ঞাপনটির গেজেট জারি হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বঙ্গবন্ধু ধান-১০০, ব্রি ধান-৯৯, ব্রি ধান-৯৮, ব্রি ধান-৯৭, ব্রি ধান-৯৬ এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিনা ধান-২৪ চাষাবাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এর মধ্যে বঙ্গবন্ধু ধান-১০০, ব্রি ধান-৯৯, ব্রি ধান-৯৭, ব্রি ধান-৯৬ এবং বিনা ধান-২৪ বোরো মৌসুমে সারাদেশে চাষযোগ্য। ব্রি ধান-৯৮ আউশ মৌসুমে সারাদেশে চাষ করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (ডব্লিউএমআরআই) উদ্ভাবিত ডব্লিউএমআরআই গম-৩ এবং ডব্লিউএমআরআই গম-২ জাত সারাদেশে চাষাবাদের জন্য অনুমোদন দিয়েছে সরকার।

একই সঙ্গে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বিজেআরআই দেশি পাট-১০ এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) বিএসআরআই আখ-৪৮ ও বিএসআরআই আখ-৪৭ সারাদেশে চাষের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …