সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বনপাড়া বাজার এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা

বনপাড়া বাজার এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২৬ আগস্ট (বৃহস্পতবার) সকাল ১১টায় বনপাড়া বাজার এলাকায় আছিয়া ফার্মেসীকে ফিজিশিয়ান ওষুধ রাখার অপরাধে ৪৫ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা ও একই এলাকায় মৌ বেকারীকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য তৈরী করার অপরাধে ৪৩ ধারা মোতাবেক পাঁচ হাজর টাকা জরিমানা করেন।

এসময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চালানো হচ্ছে তারই অংশ হিসাবে আজ বনপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা।

অভিযানে সহায়তা করেন পৌরসভার স্যানেটারী এস আই নাজনীন নাহার ও বনপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …