রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / বাংলাদেশে সহায়তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস

বাংলাদেশে সহায়তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক:
খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশকে ৭০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ৫৯ লাখ ৬৯ হাজার ৩৬৪ টাকা) সহায়তা দিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে তিনি ওই অর্থ পাঠিয়েছেন।

বাংলাদেশ ছাড়াও সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি এবং করোনা মহামারির কারণে খাদ্য সরবরাহ সঙ্কটের মুখোমুখি হওয়া ভিয়েতনামেও অর্থ সহায়তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস।

মঙ্গলবার ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইতি, বাংলাদেশ এবং ভিয়েতনামে জরুরি ত্রাণ সহায়তার জন্য ব্যক্তিগত দাতব্য তহবিল থেকে সাড়ে তিন লাখ ইউরো পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …