সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় কর্মহীনদের মাঝে সোনালী ব্যাংকের আর্থিক অনুদান প্রদান

দুপচাঁচিয়ায় কর্মহীনদের মাঝে সোনালী ব্যাংকের আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া(বগুড়া):
দেশের চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্মহীনদের সহায়তা কল্পে সোনালী ব্যাংক লিঃ কর্তৃক (সিএসআর) এর আওতায় বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে ২৫ (আগষ্ট) বুধবার সোনালী ব্যাংক লিঃ দুপচাঁচিয়া শাখার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক এএসএম মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ব্যাংকের এসএস-২ আজমীর আলী খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, ব্যাংক শাখার অফিসার নয়ন হোসেন প্রমুখ।

পরে ৩০জন কর্মহীন নারী-পুরুষের মাঝে ২হাজার টাকা করে মোট ৬০হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …