শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ফেসবুকে আ’ লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

ফেসবুকে আ’ লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজহারুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালিয়ে তার ভার্বমূতি ক্ষুন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুকাশ ইউনিয়ন লীগের সভাপতি সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নাম্বার-৯৮০) দায়ের করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, কে বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে শুকাশ আওয়ামী লীগ ও Md Fahad Hasan নামক দুইটি ফেসবুক আইডি থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মানহানির লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিকভাবে তার জনপ্রিয়তাই ঈর্ষান্বিত হয়ে তাঁকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কু-রুচিপূর্ণ স্ট্যাটার্স, কমেন্ট ও আপত্তিকর লেখা দিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ নিয়ে অপপ্রচারকারীদের কার্যক্রমে তিনি আতঙ্কিত। এ বিষয়ে তিনি বিব্রতকর বলে জিডিতে উল্লেখ করেছেন। তিনি মিথ্যা অপ্রপচার ও অশালিন স্ট্যাটাস, পোষ্ট ও মন্তবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজহারুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে খারাপ মন্তব্যর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। ফেসবুক ব্যবহারকারীগণ উক্ত বিতর্কিত আইডি ও জরিতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দেওয়ার দাবি জানান।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জিডি দায়েয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক……..নয়ন আর্ট একাডেমির আয়োজনে স্থানীয় মহারাজা কেজি স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় শহরের …