নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্যান্য কলকারখানায় কর্মরত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুই ডোজ ভ্যাকসিন প্রদানের মাঝের যে সময় তা কমিয়ে আনা যায় কি না, সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। গতকাল সোমবার শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি গণভবন থেকে এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সে এই বৈঠকে অংশ গ্রহণ করেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান আরো কমিয়ে আনা যায় কি না, সে ব্যাপারে চিন্তা-ভাবনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অনেক দেশে আমাদের দেশের থেকে কম সময়ে দ্বিতীয় ডোজ দিচ্ছে।
অন্যদিকে প্রতি বছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করবে সরকার। এজন্য এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে দিবসটি পালনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ সংক্রান্ত পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রস্তাবটি এসেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বলেছে, তারা গত ১০-১২ বছর ধরে শেখ রাসেল দিবস পালন করছে ১৮ অক্টোবর। শিশু একাডেমিসহ অন্যান্য প্রতিষ্ঠান পালন করছে।
তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৫ হাজারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাব স্থাপন করবে।
এছাড়া বৈঠকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (বেতন এবং সুবিধাদি) আইন ২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ-ভাতা) আইন ২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভায় বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল (সংশোধনী) আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।