শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে খেলাঘর চুরির ১৪ দিনেও গ্রেপ্তার হয়নি চোর

গুরুদাসপুরে খেলাঘর চুরির ১৪ দিনেও গ্রেপ্তার হয়নি চোর


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার বাণিজ্যনগরী চাঁচকৈড়ে রফিক খেলাঘর থেকে ৪ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় থানায় অভিযোগ দাখিলের ১৪ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি।

সরেজমিনে জানা যায়, চাঁচকৈড় আহম্মদ প্লাজায় গার্মেন্টসহ বিভিন্ন দোকনপাটের মাঝখানে রফিক খেলাঘর অবস্থিত। ওই মার্কেটের উত্তর ও দক্ষিণ পাশে দুটি গেটও রয়েছে। ব্যবসায়িরা রাতে দোকান বন্ধ করলে গেটগুলো বন্ধ করা হয়। ওই মার্কেটে ঢোকার আর কোনো রাস্তাও নেই। রফিক খেলাঘরে চুরি হওয়ার রাতেও গেটগুলো বন্ধ ছিল। তারপরেও চুরির ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ রফিকুল ইসলাম বলেন, ২৫ বছর ধরে ওই খেলাঘরে ব্যবসা করে আসছেন তিনি। এর আগে কোনো ধরণের চুরির ঘটনা ঘটেনি। প্রতিদিনের ন্যায় ১০ আগস্ট রাত ১১টায় দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরদিন সকালে দোকানে গিয়ে দেখেন সাটারের তালা খোলা। দোকানের মালামাল কেনার জন্য ৪টি ক্যাশবাক্সে রাখা ৪ লাখ ২০ হাজার টাকা চুরি হয়ে গেছে। থানায় লিখিত অভিযোগ দিলেও গ্রেপ্তার হয়নি চোর।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খেলাঘর চুরির অভিযোগ পেয়েছি। চোর বাইরের কেউ না। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …