নিজস্ব প্রতিবেদক:
বড়লোক হতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছে কামরুল হাসান (২৫) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রম উপজেলার বাগডোব গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায় গত ২১ আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামের আক্তার প্রামাণিকের ছেলে ৮ বছর বয়সী আলহাজ্ব নামের এক শিশুকে অপহরণ করে তার মায়ের চাচাতো ভাই কামরুল হাসান। বড়লোক হবার অভিপ্রায়ে অপহরণের পথ বেছে নেয় কামরুল। অপহরণের পর মোবাইল ফোনে আলহাজ্ব এর বাবার কাছে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে কামরুল হাসান। ছেলেকে না পেয়ে ২২ আগস্ট বড়াইগ্রাম থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন আলহাজ্ব এর বাবা।
অভিযোগের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল ২৩ আগস্ট সকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে কামরুল হাসানকে বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজার থেকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মোতাবেক রাতে বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকার জনৈক রুবেল হোসেন এর বাড়ি থেকে অসুস্থ অবস্থায় আলহাজ্বকে উদ্ধার করে পুলিশ।
আজ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি আরো জানান, শিশুটিকে কামরুল হাসান অপহরণ করে একটি প্রাইভেট কারে করে প্রথমে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল নিয়ে যায়। সেখান থেকে বগুড়ার জনৈক রুবেলের কাছে তাকে তুলে দেয়া হয়। শিশুটিকে উদ্ধারের পর ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা শেষে আজ তার বাবা মায়ের হাতে তুলে দেয়া হয়।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …