শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / নাটোরের সিংড়ায় চল্লিশ হাজার লিটার চোলাই মদসহ দুই জন আটক

নাটোরের সিংড়ায় চল্লিশ হাজার লিটার চোলাই মদসহ দুই জন আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় চল্লিশ হাজার লিটার চোলাই মদসহ যোগেশ চৌধুরী (৫০) ও দিলীপ কুমার চৌধুরী (২৮) নামে দুই সহোদরকে আটক করেছে র‌্যাব। তারা উভয়েই উপজেলার কলেজ পাড়া এলাকার সুমন চৌধুরীর ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গোপন সংবাদের ভিত্তিতে রেপ ক্যাম্প এর কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল আজ ২৩ আগস্ট সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত সিংড়া উপজেলার কলেজ পাড়া এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। মাদক উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও প্রকাশ্যে বিক্রয়ের অভিযোগে চল্লিশ হাজার লিটার চোলাইসহ স্থানীয় মাদক ব্যবসায়ী যোগেশ চৌধুরী ও দিলীপ কুমার চৌধুরীকে আটক করা হয়।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পূর্বক অবৈধভাবে চোলাইমদ উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়সহ মদ খেয়ে মাতলামি ও জনগনের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে এবং জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …