নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকৃষ্ণপুর এলাকায় ৭০ লাখ টাকা ব্যয়ে একটি রাস্তার কার্পেটিক কাজে অনিয়মের অভিযোগে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাককে শোকজ করা হয়েছে। রাধাকৃষ্ণপুর কালি মন্দির থেকে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১কিলোমিটার রাস্তার কার্পেটিক কাজের ৭০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। রাস্তাটির র্নিমান কাজের সমাপ্তের ৪ দিন পরে নরম ও তুলতলে হয়ে গোল রুটির মত হয়ে উঠে আসছে রাস্তার কার্পেটিক এর পিচ।
বিষয়টি সামাজিক গনমাধ্যমে ছড়িয়ে পড়লে নাটোরের এলজিইডির র্নিবাহী প্রকৌশলী শহিদুল ইসলামের নজরে পড়ে। তিনি তাৎক্ষনিক ভাবে এলজিইডির ল্যাবরেটরি সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে তদন্তর জন্য পাঠিয়ে দেন। ওই রাস্তার কাজে ব্যবহারিত মালামালের নমুনা সংগ্রহ করে পারিক্ষাগারে নিয়ে পরিক্ষা ও নিরীক্ষা করে ত্রুটি পাওয়া যায়। এই রাস্তার কাজে অনিয়মের অভিযোগে লালপুর উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাককে শোকজ করা হয়। এবং রাস্তাটি নতুন করে পুনরায় কাজের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে,নাটোরের এলজিইডির র্নিবাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …