নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনায় আরও তিনজনের মৃত্যু

নাটোরে করোনায় আরও তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় নাটোরে করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট মৃত্যু হয়েছে ১৫৮ জনের। এসময়ে ৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, পরীক্ষা বিবেচনায় সংক্রমনের হার গতকালের চেয়ে ২০.৯৯ শতাংশ বেড়ে হয়েছে ৩৬.০৮ শতাংশ। গতকাল সংক্রমনের হার ছিল ১৫.০৯ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ জন। সুস্থ হয়েছেন ৬৫৯৯ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ১০৮৬ জন।

সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে চললে এই মহামারী প্রতিরোধ করা সম্ভব, তাই নিয়মিত হাত ধৌত করুন এবং মাস্ক পরিধান করুন।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …