শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ২১আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দাবীতে নাটোরে পৃথক দুটি স্থানে কর্মসূচী পালন

২১আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দাবীতে নাটোরে পৃথক দুটি স্থানে কর্মসূচী পালন


নিজস্ব প্রতিবেদক:
একুশে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত ও কুশিলবদের গ্রেফতার ও বিচার দাবীতে নাটোরে পৃথক দুটি স্থানে কর্মসূচী পালন করা হয়েছে। নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও রক্তদান কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগের একটি গ্রুপ। দুপুরে নাটোর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন শেষে দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এ সময় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, একুশে আগষ্ট গ্রেনেড হামলা বিএনপির প্রত্যক্ষ মদদে হলেও সেই সব কুশিলবদের বিচার আজও হয়নি। অবিলম্বে হামলায় জড়িতদের বিচার দাবী জানান তারা।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলুসহ অন্যন্যরা বক্তব্য দেন।

অপরদিকে, শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। …