নিউজ ডেস্ক:
শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে ব্যাঘাত না ঘটে এবং দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণের হার সবার জন্য অনুকূল নিশ্চিত হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (১৮ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুব মহিলা লীগের আলোচনা সভা শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী কয়েকটি নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে ব্যাঘাত না ঘটে এবং দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সবার আগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু করার সকল ধরনের প্রস্তুতি নিয়েছে মন্ত্রণালয়। বর্তমান সময়ে করোনা সংক্রমণ হার কিছুটা কমেছে। কিন্তু সবার সুরক্ষা নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে না।