শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সচিব সভা আজ, ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী

সচিব সভা আজ, ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দীর্ঘ চার বছর দেড় মাস পর আজ সচিব সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগের সম্মেলনকক্ষে সকাল ১০টায় এ সভা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিব সভায় ভার্চুয়ালি যোগ দেবেন। এ সভায় যোগ দিতে এরই মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারপ্রধানের উপস্থিতিতে সর্বশেষ ২০১৭ সালের ২ জুলাই সচিব সভা অনুষ্ঠিত হয়। এরপর গত ৪ জুলাই সরকারপ্রধানের উপস্থিতিতে সচিব সভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির বহুমুখী ব্যস্ততার কারণে ওইদিনের সভা স্থগিত করা হয়। রেওয়াজ অনুযায়ী সচিবদের নিয়ে প্রতি বছর এক বা একাধিক সভা করেন সরকারপ্রধান। তবে কোনো কোনো বছর সরকারপ্রধান না থাকলেও মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

এবারের সচিব সভায় খাদ্য নিরাপত্তা, করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা, সরকারি খাতের আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা, ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিসহ নানা বিষয় আলোচনা হবে বলে জানা গেছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …