শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সিংড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গ্রামে জাতীয় শোক দিবস পালন

সিংড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গ্রামে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ষাটের দশকে বঙ্গবন্ধুর সফরকৃত স্মৃতি বিজড়িত বিল তাজপুর গ্রামে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশরাফ এমপি স্মৃতি সংসদের আয়োজনে বুধবার সকালে চলনবিল অধ্যুষিত বিল তাজপুর জামে মসজিদ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আশরাফ এমপি স্মৃতি সংসদের সভাপতি তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইটালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আল আমিন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন, তাজপুর গ্রামের জিল্লুর রহমান, খয়ের উদ্দিন, প্রাক্তন শিক্ষক জোবান আলী প্রামাণিক প্রমুখ।

বক্তারা বলেন, ষাটের দশকে চলনবিল দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশরাফ এমপির আমন্ত্রণে তাঁর জন্মভুমি এই বিল তাজপুর গ্রামে আসেন। গ্রামবাসীর আয়োজনে ওই দিন দুপুরের খাবার খাবার খান তিনি। বঙ্গবন্ধুর সেই স্মৃতিকে এখনও ধারণ ও লালন করে আসছেন তাজপুর গ্রামবাসী। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাহে আলম।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …