রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি সাইফুদ্দিন শেখ ফাহিমে’র কবিতা ”ভালো থেকো”

কবি সাইফুদ্দিন শেখ ফাহিমে’র কবিতা ”ভালো থেকো”

ভালো থেকো

এক দিন নিরুদ্দেশ হলে
তুমি ভূবণময় তন্ন-তন্ন করে খুজলাম
আমি পেলাম না তোমাকে
আর ঘরে ফিরতে হল
নিয়ে এক বুক হাহাকার!
দু’চোখ বেয়ে অশ্রু ঝড়ে
তোমাকে পাবার জন্যে চিত্তে বজ্রপাত করে।
খুব ইচ্ছে করে,
তুমি ফিরে এসো
তুমি ফিরে এসো সমানে এসে বল,
এমন অবাক দৃষ্টিতে কেন তাকিয়ে আছ?
আমি কি হারিয়ে যাবো?
আমি তো তোমারই ছিলাম – তোমারই রব।
ভাবনা যখন এ প্রান্তে এসে দাঁড়ায়
কাঁদো গলায় বাস্তবতা বলে যায়
বড্ড দেরি করে ফেলেছ
এখন যে আর ফেরার পথ নাই,
ভালো থেকো তুমি
ভালো আছি নামের নাটক টায়।

লেখক: সাইফুদ্দিন শেখ ফাহিম

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …