সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালিত

দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
আজ ১৫ই আগস্ট বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এদিন সূর্য্যদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

দিবসের প্রারম্ভে কালো ব্যাচ ধারণ, উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জানান বগুড়ার-৩ দুপচাঁচিয়া আদমদিঘীর এলাকার মাননীয় সংসদ আলহাজ এ্যাডঃ নূরল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার: আবু তাহির, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ হাসনাত, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক এমদাদ, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, কৃষি কর্মকর্তা সাজেদুল আলম,থানার অফিসার ইচার্জ হাসান আলী ও তার প্রতিনিধি গন, সাবেক পৌরমেয়র ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সদস্য সহ ৭৫’র ১৫আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান। এছাড়াও এদিন দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রথম পর্বে। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …