নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নানা কর্মসূচীতে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার(১৫আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বীরমুক্তি যোদ্ধাগণ, থানাপুলিশ, আ’লীগের বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করে জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল বীর শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, পৌর আ‘লীগের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
আরও দেখুন
লালপুরে গোঁসাই আশ্রমে কমিটি
গঠন নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদবৈষ্ণব গোঁসাই আশ্রমে আলোচনা সভা ও আহŸায়ক …