বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / এবার অ্যামাজন সরাসরি ভ্যাট দিল বাংলাদেশে

এবার অ্যামাজন সরাসরি ভ্যাট দিল বাংলাদেশে

নিউজ ডেস্ক:
ফেইসবুক ও গুগলের পর এবার বাংলাদেশে সরাসরি মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করল যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজন।

ঢাকা দক্ষিণ কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার জানান, বৃহস্পতিবার কোম্পানিটির এজেন্ট প্রাইসওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) সোনালী ব্যাংকের মাধ্যমে জুন ও জুলাই মাসের ভ্যাট হিসেবে ৫২ লাখ ৯৭ হাজার ৭৭৯ টাকা জমা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অ্যামাজন জুনের শেষ দিকে নিবন্ধন নিয়েছিল। কিন্তু ওই মাসে রিটার্ন দাখিল করতে না পারায় এক মাস সময় দেওয়া হয়েছিল।

এর আগে গত ২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ২ কোটি ৪৪ লাখ টাকা এবং গত ৫ অগাস্ট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট জমা দেয়।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …