বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বাংলাদেশকে আরো ১০ লাখ টিকা উপহার দিচ্ছে চীন

বাংলাদেশকে আরো ১০ লাখ টিকা উপহার দিচ্ছে চীন

নিউজ ডেস্ক:
চীনে থেকে আরো ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে। এ টিকাগুলো উপহার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে চীন। আজ বৃহস্পতিবার ঢাকায় চীন দূতাবাস এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগেও বাংলাদেশকে উপহার হিসেবে টিকা পাঠায় চীন।

চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সিনোফার্মের আরো ১০ লাখ টিকা বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। চীনা শহর তিয়ানজিনে এগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। এ টিকাগুলো বাংলাদেশকে দেওয়া হচ্ছে উপহার হিসেবে।

এর আগে গতকাল বুধবার কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ ৭০ হাজার ডোজ করোনা টিকা বাংলাদেশে আসে। বেইজিং থেকে বুধবার এমিরেটসের বিমান দিয়ে দোহা হয়ে ওই টিকাগুলো ঢাকায় আসে। মঙ্গলবার আসে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …