সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / লালপুরে সাবেক ছাত্রলীগ নেতার মাস্ক বিতরণ

লালপুরে সাবেক ছাত্রলীগ নেতার মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে সাবেক ছাত্রনেতা কাজল রায়ের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দিনব্যাপী উপজেলার লালপুর বাজার, গোপালপুর বাজার, আব্দুলপুরসহ বিভিন্ন এলাকায় এই মাস্ক বিতরণ করা হয়।

এ সময় কাজল রায় বলেন, করোনার সংক্রমণ থেকে মানুষকে রক্ষায় সরকারের পক্ষ থেকে সারাদেশে ভ্যাকসিন কার্যক্রম চলছে। এরপরও সচেতনতার কোনো বিকল্প নেই। সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে, সচেতন করতে আমরা উপজেলার একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে গুলোতে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করার কার্যক্রম শুরু হয়েছে। আমরা সকলে সচেতন হলে অবশ্যই করোনাযুদ্ধে জয়ী হব।

এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থকার ও প্রকাশনা সম্পাদক তালাস খান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রমেন জৌয়ার্দ্দার প্রমূখ।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …