শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম

হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক, হিলি:
ভারত থেকে আমদানির খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা ও পাইকারী বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। দুই দিনের ব্যবধানে ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজিতে দাম কমেছে ৪০ থেকে ৫০ টাকা। গত দুই দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ টাকায়, আজ সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ টাকায়।

দাম কমার কারন হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ার কথা রয়েছে। সেই জন্য গত দুই দিন থেকে হিলির খুচরা ও পাইকারী বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। কম দামে কিনে কম দামে বিক্রি করছেন দোকানিরা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …