সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুই বছর পর আবারও পুঠিয়ার বিখ্যাত শিব মন্দিরের গঙ্গাজল অর্পণ অনুষ্ঠিত হতে যাচ্ছে

দুই বছর পর আবারও পুঠিয়ার বিখ্যাত শিব মন্দিরের গঙ্গাজল অর্পণ অনুষ্ঠিত হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:
দুই বছর পর আবারও পুঠিয়ার বিখ্যাত শিব মন্দিরে গঙ্গাজল অর্পণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই শিব শিলায় আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র গঙ্গা জল অর্পণ অনুষ্ঠান। ১৮৩০ সালে রানী ভুবনময়ী দেবী কতৃক নির্মিত হয় এই মহা মন্দির। যার অপর নাম ভুবনেশ্বর মন্দির। সেই ১৮৩০ সাল থেকে নিয়মিত আজ পর্যন্ত পূজা হয়ে আসছে বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার এই মন্দিরে। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঠিয়ার হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সাধারণ সম্পাদক পল্লব কুমার সেনগুপ্ত জানান, স্বাস্থ্যবিধি মেনে, সীমিত পরিসরে আগামী ১৬ আগস্ট সোমবার সকাল ছয়টা থেকে পুঠিয়া শিব মন্দিরে পবিত্র গঙ্গাজল অর্পণ অনুষ্ঠিত হবে। তিনি সকলের প্রতি আহ্বান জানান, এই মহামারীর সময় সকলে যেন বাধ্যতামূলকভাবে মাস্ক পরে আসেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …